ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

অনির্দিষ্টকালের কর্ম বিরতিতে নোয়াখালীর স্বাস্থ্যকর্মীরা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৩:০৬, ২৬ নভেম্বর ২০২০

নোয়াখালীতে নিয়োগবিধি পরিবর্তন করে বেতন আপগ্রেডেশন ও বেতন স্কেলসহ টেকনিক্যাল পদ মর্যাদা দেয়ার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে স্বাস্থ্যকর্মীরা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১০টার দিকে নিজেদের কক্ষ থেকে বের হয়ে জেলা পরিষদ চত্বরে অবস্থান নেয় তারা।  

এ সময় স্বাস্থ্যকর্মীদের চিকিৎসা কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জামাদি সামনে রেখে বিভিন্ন দাবিতে স্লোগান দিতে দেখা যায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে বলেও জানান অবস্থানকারীরা। 

এ সময় বক্তব্য রাখেন, দাবি আদায় সমন্বয় কমিটির আহ্বায়ক উত্তম কুমার আইচ ও স্বাস্থ্য সহকারী এসোসিয়েশনের জেলা সভাপতি মাসুদুর রহমানসহ অনেকে।

স্বাস্থ্য সহকারী এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এসোসিয়নের ব্যানারে জেলার ৯টি উপজেলায় একযোগে অনির্দিষ্টকালের জন্য এ কর্মবিরতি পালন করা হচ্ছে। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি