ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে ভয়াবহ আগুনে ২৫ ঘর পুড়ে ছাই

  গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:১০, ২৭ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের কোনাবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে কলোনীর  ২৫টি কক্ষের আসবাবপত্র পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে কোনাবাড়ির কুদ্দুস নগর এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে জয়দেবপুর ও কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ফায়ার সার্ভিস  জানায়, রাত সাড়ে ১০টার দিকে কুদ্দুস নগর এলাকার বাবুল মিয়ার কলোনীর একটি কক্ষ থেকে আগুনের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যেই পাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে। এতে অন্তত ২৫টি কক্ষসহ কক্ষে থাকা সমস্ত আসবাবপত্র পুড়ে যায়। 

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক আব্দুল হামিদ জানিয়েছেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীর আগুন নিয়ন্ত্রণে এনেছে।  ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি