ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঠাকুরগাঁওয়ে ট্রাকের চাকায় পিষ্ট অজ্ঞাত যুবক

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৫, ২৭ নভেম্বর ২০২০ | আপডেট: ১৬:১৮, ২৭ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি ট্রাক ও একটি পাগলুর (থ্রি-হুইলার) মুখোমুখি সংঘর্ষে  অজ্ঞাতনামা এক যুবকের (৩৮) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে রাণীশংকৈল-নেকমরদ মহাসড়কে মীরডাঙ্গী হাফেজী মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানান, বৃহস্পতিবার রাতে মীরডাঙ্গী থেকে ছেড়ে আসা ট্রাকটি নেকমরদ অভিমুখে যাচ্ছিল। ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা একটি পাগলু ওই ট্রাকটিকে সাইড দিয়ে যাওয়ার সময় সংঘর্ষ হয়। এতে পাগলুতে থাকা অজ্ঞাত পরিচয়ের এক যাত্রী সড়কে পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যগণ ঘটনাস্থলে গিয়ে লাশ ও গাড়ি দুটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাণীশংকৈল থানার এএসআই খাজিমউদ্দিন জানান, এখন পর্যন্ত দুর্ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। তবে আমরা তার খোঁজ-খবর নিচ্ছি। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি