ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নিয়ামতপুরে ট্রলি থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৩৩, ২৭ নভেম্বর ২০২০

নওগাঁর নিয়ামতপুরে ধানের ট্রলি থেকে পড়ে রামদাস পাহান (৪০) নামে এক আদিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার চন্দননগর ইউনিয়নের বেনীপুর গ্রামের মেঠোপথে এ দুর্ঘটনা ঘটে। নিহত রামদাস পাহান ওই গ্রামের মৃত জগন্দ্র পাহানের ছেলে।

নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রামের মাঠ থেকে ধান বোঝাই ট্রলির উপরে বসে রামদাস কৃষকের বাড়ি আসছিলেন। ঘটনাস্থলে ট্রলি মাঠ থেকে মেঠোপথে উঠার সময় রাস্তার পাশে ট্রলি উল্টে যায়। এতে ট্রলি থেকে ছিটকে পড়ে রামদাস গুরুতর আহত হয়। 

তাকে উদ্ধার করে গ্রামবাসী হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এখন পর্যন্ত  থানায় কেউ কোন অভিযোগ করেনি।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি