ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

আশুগঞ্জে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, পিকআপ জব্দ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৫৯, ২৭ নভেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৪ কেজি গাঁজা ও গাঁজা বিক্রির নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪-এর ভৈরব ক্যাম্পের সদস্যরা।

এসময় গাঁজাবহনকারী একটি পিকআপ জব্দ করা হয়। বৃহস্পতিবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হবিগঞ্জ উপজেলার মাধবপুর উপজেলার বিষনা গ্রামের মো. সবুজ মিয়া ওরফে নয়ন (২১) এবং একই উপজেলার গোয়াসনগর গ্রামের মো. হৃদয় মিয়া-(২২)। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার বিকেলে র‌্যাব ভৈরব ক্যাম্প থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে কুমিল্লা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ পাওয়ার ষ্টেশনের সামনে একটি পিকআপ আটক করে। পরে পিকআপ তল্লাশী করে ২৪ কেজি গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ এক হাজার দুই'শ টাকাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়।
কেআই// 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি