ঢাকা, বৃহস্পতিবার   ১০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

দুবলার চরে এবার রাস উৎসব হচ্ছে না (ভিডিও)

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১২:০৪, ২৮ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

করোনার কারণে এবার সুন্দরবনের দুবলার চরে শতবর্ষী ঐতিহ্যের রাস উৎসব ও মেলা হচ্ছে না। তবে সনাতন ধর্মাবলম্বীরা রাস পূর্ণিমায় পূজা ও পুণ্যস্নান করতে পারবেন। এজন্য এরই মধ্যে বন বিভাগের সব শর্ত মেনে প্রস্তুতি সম্পন্ন করেছেন তারা।

দক্ষিণাঞ্চলের জনমানুষের কাছে আকর্ষণীয় উৎসবের নাম সুন্দরবনের দুবলার চরের আলোর কোলের রাস মেলা। সনাতন ধর্মাবলম্বীদের পূজা-অর্চনা ঘিরে এই মেলা হলেও বিভিন্ন ধর্ম বর্ণের অনেক মানুষ দেখতে আসেন।

তবে এবার পরিস্থিতি ভিন্ন। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শুধু পূজা ও পুণ্যস্নানের অনুমতি দিয়েছে বনবিভাগ।

পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা মো. বেলায়েত হোসেন বলেন, সীমিত আকারে পূজা হবে। করোনা সংক্রমণ এড়াতে জনসমাগম কমানোর জন্য মেলা বন্ধ করা হয়েছে। শুধু সনাতনধর্মীদের প্রবেশ করতে দেয়া হবে। তারা শুধু পূজা ও পূণ্যস্নান করতে পারবেন।

রোববার সন্ধ্যায় সুন্দরবনের দুবলার চরে শুরু হবে এবারের রাস পূজা। 

সনাতনধর্মীরা জানান, সরকারি যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনে আমরা এখানে রাস পূজায় অংশগ্রহণ করবো এবং পুণ্যস্নান শেষে নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা আবার ফিরে আসবো।

সোমবার সকালে পূজা-অর্চনা আর পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে এবারের রাস উৎসব।

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি