ঢাকা, সোমবার   ২৭ জানুয়ারি ২০২৫

আশুলিয়ায় একই রাতে ৪ লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৬, ২৮ নভেম্বর ২০২০

রাজধানী ঢাকার উপকন্ঠ সাভার-আশুলিয়ায় পৃথক ঘটনায় চার লাশ উদ্ধার করেছে পুলিশ। রাতে তাদের লাশ উদ্ধার করা হয়। সাভার থানা পুলিশ জানায়, রাতে সাভারের কলমা এলাকার নিজ ঘরে এক স্কুল ছাত্রীর লাশ দেখতে পায় পরিবারের সদস্যরা। পরে সাভার মডেল থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আশুলিয়া থানা পুলিশ জানায়, আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার ক্রসওয়্যার গার্মেন্টস থেকে ফারজানা নামের এক নারী শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই শ্রমিক কারখানার সাত তলার ছাদ থেকে পড়ে রহস্যজনক ভাবে মারা গেছে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে আশুলিয়ার পূর্ব ডেন্ডাবর এলাকার একটি বাড়ি থেকে শিমু নামের এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

এছাড়াও আশুলিয়ার বাইশমাইল এলাকা থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহীর লাশ উদ্ধার করেছে সাভার হাইওয়ে থানা পুলিশ। পুলিশের ধারণা অজ্ঞাত ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। পুলিশ নিহতদের লাশ ময়না তদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করেছে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক আল-মামুন কবির জানান, কিভাবে তাদের মৃত্যু হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি