ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে পাঁচ দিনব্যাপী উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:২৭, ২৮ নভেম্বর ২০২০ | আপডেট: ২২:৩০, ২৮ নভেম্বর ২০২০

ঠাকুরগাঁও বিসিক শিল্পনগরীতে “উদ্যোক্তা উন্নয়ন” বিষয়ে পাঁচ দিনব্যাপী  অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) এই প্রশিক্ষণ কর্মসূচি শেষ হয়। 

এ উপলক্ষে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন, কর্মসংস্থান ব্যাংক ঠাকুরগাঁয়ের ব্যাবস্থাপক বি এস বিপ্লব, বিসিকের উপ-ব্যবস্থাপক রবীন চন্দ্র রায়, বিসিক  কর্মকর্তা মুস্তাহিদুল হক, সফল উদ্যোক্তা ফারাজানা তানজিয়া প্রমুখ।  

পরে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ২৫ জন নবীন ও প্রবীণ উদ্যোক্তাকে সনদপত্র প্রদান করা হয়।
কেআই// 
    
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি