ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২২:৪৭, ২৮ নভেম্বর ২০২০

মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে ধৃষ্টতাপূর্ণ উক্তিকারীদের বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা শাখা। আজ শনিবার সকালে কমিটির আয়োজনে শহরের চৌরাস্তা মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে কমিটির নেতাকর্মী ছাড়াও মুক্তিযুদ্ধের স্বপক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীগণও অংশ নেন। জেলা কমিটির আহবায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সদস্যসচিব সুচরিতা দেব, জেলা আওয়ামী লীগ নেতা এডভোকেট আসম গোলাম ফারুক রুবেল ও রওশন হক তুষার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নজমুল হুদা শাহ এ্যাপোলো, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, প্রাক্তন সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রিপন, সংগঠনের সদস্য আবু মহিউদ্দীন, জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি সেতারা বেগম প্রমূখ।

বক্তাগণ বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যারা বিভ্রান্তিকর ও কটুকথা বলছেন তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
কে আই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি