ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ব্যবসায়ীর

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১০:৫৯, ২৯ নভেম্বর ২০২০

নড়াইলে ট্রাকের ধাক্কায় এনামুল শেখ (৩৫) নামে এক কাঁচামাল ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৬টার দিকে নড়াইল-যশোর সড়কের ধলগ্রামে এ দুর্ঘটনা ঘটে। এসময় নসিমনে থাকা এক কিশোরও আহত হয়। 

নিহত এনামুল শেখ লোহাগড়া উপজেলার বাড়িভাঙ্গা গ্রামের নবির শেখের ছেলে। তিনি বিভিন্ন কাঁচা তরকারির ব্যবসা করতেন।

নিহতের স্বজনরা জানান, নড়াইলের বাড়িভাঙ্গা গ্রামের নবির শেখের ছেলে এনামুল বিভিন্ন তরকারিসহ কাচাঁমাল আনতে নসিমনযোগে নড়াইল থেকে যশোরে যাচ্ছিলেন। ধলগ্রাম এলাকায় পৌঁছালে ট্রাকের ধাক্কায় নসিমন থেকে ছিটকে পড়েন তিনি। তাকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক এনামুলকে মৃত ঘোষণা করেন। 

এনামুল নড়াইলের বিভিন্ন বাজারে পাইকারি দরে কাঁচা তরকারি বিক্রি করতেন। এ দুর্ঘটনায় নসিমন চালক জাহিদুর রহমান সুস্থ আছেন বলে জানা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি