ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অধিবাসের মধ্য দিয়ে রাস উৎসব শুরু

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৬, ২৯ নভেম্বর ২০২০

পটুয়াখালীতে অধিবাসের মধ্য দিয় শুরু হয়েছে শত বছরের ঐতিহ্যবাহী শ্রী শ্রী কৃষ্ণের রাস উৎসবের আনুষ্ঠানিকতা। শনিবার দিবাগত রাত ১২টা এক মিনিটে ৩৪টি যুগল পূর্তিমা দর্শনের মাধ্যমে এ রাস উৎসবের আনুষ্ঠানিকতা শুরু হয়। 

এসময় শাঁখ বাজিয়ে, উলু ধ্বনি এবং নাম কির্তনে মুখরিত হয়ে ওঠে পুরো মন্দির প্রাঙ্গণ। কুয়াকাটা রাধা কৃষ্ণ মন্দির ও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রমে স্বাস্থ্য বিধি মেনে সনাতন ধর্মাবলম্বীরা রাসের আনুষ্ঠানিকতা শুরু করন। 

পঞ্জিকা মতে আজ রোববার দুপুর ১টা ৫৪ মিনিটে শুরু হবে পূর্ণিমা। থাকবে পরদিন সোমবার বিকাল তিনটা পর্যন্ত। তাই প্রতিবছরের ন্যায় এবারও পূর্ণিমার এ তিথিতে সোমবার কাকডাকা ভোরে কুয়াকাটা সমুদ্র সৈকতে গঙ্গাস্নান করবে সনাতনীরা। 

ইতিমধ্যে কুয়াকাটায় পূণ্যার্থীদের ভীড় জমতে শুরু করেছে। তবে করোনা ভাইরাসের কারণে এবার হচ্ছে না জমকালো মেলা। শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়েই এ উৎসব চলবে পাঁচ দিন। দর্শনার্থী, পূণ্যার্থী এবং ভক্তদের নিরাপত্তায় কুয়াকাটায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি