ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

সাতক্ষীরার দেবনগরে পল্লী সমাজের সম্প্রীতির মেলা

কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ 

প্রকাশিত : ২০:২৯, ২৯ নভেম্বর ২০২০

সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর ২৮নং পল্লী সমাজের উদ্যোগে সামাজিক সম্প্রতি বৃদ্ধি করনের লক্ষ্যে সকল নারীদের সম্মিলিত ভাবে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহন করেন।

নারীরা যেমন হাঁড়ি ভাঙ্গা, চেয়ার সিটিং, বালিশ বদল, মোরগ লড়াই ইত্যাদি খেলায় অংশ গ্রহন করে। সাতক্ষীরা সদর উপজেলার দেবনগর ২৮নং পল্লী সমাজের নারীরা সমাজের মানুষের মধ্যে সামাজিক সৌহার্দ্য বৃদ্ধি, একে অপরের প্রতি সহমর্মিতা, মানবিকতা, সহানুভূতিশীল ও ভালোবাসা বৃদ্ধির লক্ষ্যে এ খেলাধুলার আয়োজন করা হয়। 

দেবনগর ২৮নং পল্লী সমাজের সভাপ্রধান ফিরোজা খাতুনের সভাপতিত্বে সেক্রেটারি শাহানারা খাতুন, ক্যাশিয়ার মনোয়ারা ও সদস্য দিদিমা, মনিরা, তাসলিমা, চম্পা, ঝর্না, ববিতা, রেশমা প্রমূখ সকলের সহযোগীতায় এ সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি