ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত দুই, আহত তিন

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২১, ৩০ নভেম্বর ২০২০

ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কের কালিহাতী উপজেলার জালদো ব্রিজের কাছে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষে এক আনসার সদস্যসহ দুইজন নিহত ও তিনজন আহত হয়েছে।

সোমবার (৩০ নভেম্বর) ভোরে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন- আনসার সদস্য ছানোয়ার হোসেন ও ট্যোবাকো কোম্পানির কর্মকর্তা সবুজ মিয়া। তাদের দু’জনের বাড়িই গোপালগঞ্জে।

এলেঙ্গা হাইওয়ে ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) কামাল হোসেন জানান, ট্যোবাকো কোম্পানির চারটি কাভার্ডভ্যান ও একটি মাইক্রোবাস ঢাকা থেকে রংপুর যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা অজ্ঞাত একটি ট্রাকের সাথে মাইক্রোবাসের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসে থাকা ওই দুইজন নিহত ও তিনজন আহত হয়। 

আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি