ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরগুনায় নারী স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২২, ৩০ নভেম্বর ২০২০

বরগুনায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি’র নারী স্বেচ্ছাসেবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার মাসুমা আক্তার।

সোমবার (৩০ নভেম্বর) সকাল দশটায় জেলা স্কুল মিলনায়তনে এই প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সিপিপি’র বরগুনা সদর উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ, রেডিও অপারেটর গোলাম মোহাম্মদ, ইউনিট টিম লিডার জয়দেব রায়-সহ অন্যান্য টিম লিডারগণ এবং উন্নয়ন সংগঠন পিএইচডি’র ম্যানেজার বদিউজ্জামান।

পিএইচডি’র সহযোগিতায় দুই দিনব্যাপী এই প্রশিক্ষণে ৪৫ জন নারী স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন। পর্যায়ক্রমে চারটি ব্যাচে এই কর্মসূচির আওতায় ১৮০ জনকে প্রশিক্ষণ দেয়া হবে।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি