ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকার ধার শোধ করতেই সার ব্যবসায়ীকে হত্যা

নাটোর প্রতিনিধি 

প্রকাশিত : ১৫:১৫, ৩০ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

প্রেমিকার কাছ থেকে নেয়া ধারের টাকা শোধ করতেই নাটোরের নলডাঙ্গা উপজেলার সার ব্যবসায়ী অরুন শর্মাকে হত্যা করা হয়েছে। তাকে হত্যার পর ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় কলেজ ছাত্র আলামিন (২২)।

সোমবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ২১ নভেম্বর রাতে দোকান বন্ধ করে টাকাসহ উপজেলার সোনাপাতিল গ্রামের বাড়ি ফেরার পথে অরুন শর্মাকে হত্যা করে ৫ লাখ টাকা ছিনিয়ে নেয় একই এলাকার কলেজ ছাত্র আলামিন। পুলিশের অভিযানে রাজশাহীর একটি ছাত্রাবাস থেকে রোববার আলামিনকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ২ লাখ ১৩ হাজার টাকা। 

আটকের পর গতকালই তাকে আদালতে পাঠানো হলে স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে আলামিন জানায়, প্রেমিকার কাছ থেকে ২০ হাজার টাকা ধার নিয়ে অনলাইনে জুয়া খেলে হেরে গিয়েছিল সে।

এদিকে ব্যবসায়ী অরুন শর্মার হত্যাকারী আলামিনের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সকালে নলডাঙ্গা বাজারে মানববন্ধন করেছে সব ধরনের ব্যবসায়ীরা।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি