ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

যৌতুকের দাবিতে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ৩০ নভেম্বর ২০২০

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কৈজুরী পাথালিয়া পাড়া গ্রামে যৌতুকের দাবিতে বিয়ের ৪ মাসের মাথায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে স্বামী। নিহত সোনিয়া খাতুন (২১) এলাকার শরিফুল ইসলামের স্ত্রী এবং পুর্ব চর কৈজুরীর সৈয়দ মোল্লার মেয়ে। ঘটনার পর থেকে তার স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে। 

সোমবার (৩০ নভেম্বর) ভোর রাতে যৌতুকের বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী ও বাড়ির লোকজন সোনিয়া খাতুনকে শ্বাসরোধে হত্যা করে তারা পালিয়ে যায়। গতকাল রোববার বিকেলে শ্বশুর বাড়ি থেকে স্ত্রীকে বাড়ি নিয়ে আসে শরিফুল।

নিহতের পরিবারের অভিযোগ, ৪ মাস আগে সৈয়দ মোল্লার কন্যা সোনিয়া খাতুনের সাথে পাশ্ববর্তী পাথালিয়া পাড়ার সামাদ ব্যাপারীর ছেলে ওষুধ কোম্পানীতে কর্মরত শরিফুল ইসলামের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানাভাবে যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করা হচ্ছিল। এ নিয়ে মাঝে মাঝেই মারধর করলে মেয়েটি বাবার বাড়ি চলে আসে।

শাহজাদপুর থানার ওসি শহিদ মাহমুদ খান জানান, খবর পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামীদের আটকে অভিযান চলছে।

এএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি