ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হিলিতে জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২০:৩২, ৩০ নভেম্বর ২০২০

কৃষি জমির বিজ্ঞান সন্মত ব্যবহার এমন স্লোগানে দিনাজপুরের হিলিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 

হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে ফিতা কেটে এই বিজ্ঞান মেলা ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন উর রশীদ হারুন। 

পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইসচেয়ারম্যান পারুল নাহার, উপজেলা একাডেমিক কর্মকর্তা সাখাওয়াত হোসেনসহ অনেকে। 

পরে অতিথিবৃন্দ হলরুমে অবস্থিত মেলার বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন। এতে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজ তাদের উদ্ভাবিত প্রযুক্তি নিয়ে ১২টি স্টল দিয়ে অংশগ্রহন করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি