ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি অব্যাহত

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশিত : ২১:৫২, ৩০ নভেম্বর ২০২০

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে সোমবার ঠাকুরগাঁওয়ে স্বাস্থ্য সহকারীদের ৪র্থ দিনের মতো কর্মবিরতি পালন করেছে। 

সকাল ৮টা থেকে স্বাস্থ্য সহকারীগণ ঠাকুরগাঁও সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয়ে উপস্থিত হয়ে কর্মবিরতি পালন শুরু করে। এতে অংশ নেন সদর উপজেলার ২১ ইউনিয়নের  স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ঠাকুরগাঁও সদর শাখার  সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, স্বাস্থ্য সহকারী নাজরিন আরা বেগম, স্বাস্থ্য পরিদর্শক শহিদুল ইসলাম ও ইসমাইল হোসেন প্রমুখ।

তাদের দাবি, নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬ থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করা।
 
বক্তারা আক্ষেপ করে বলেন, পশু সম্পদ বিভাগের পশুপাখির টিকাদানকারীদের গ্রেড সংশোধন করা হলেও মানুষের টিকাদান কারী কর্মীদের দীর্ঘদিনেও তাদের দাবি দাওয়া পূরন করা হয়নি।
 
উল্লেখ্য  গত ২৬ নবেম্বর থেকে স্বাস্থ্য সহকারীগণ কর্মবিরতি পালন করে আসছেন।
আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি