ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

কালিয়াকৈর বাজারে অগ্নিকাণ্ডে শতাধিক দোকান পুড়ে ছাই

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ২২:০০, ৩০ নভেম্বর ২০২০

গাজীপুরের কালিয়াকৈর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ওই বাজারে শতাধিক দোকান পাট ও মালামাল পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ৬টি  ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কবীর হোসেন জানান, আজ বিকেল সাড়ে পাঁচটার দিকে কালিয়াকৈর বাজারে একটি দোকানে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পার্শ্ববর্তী অন্যান্য মুদি ও অস্থায়ী টঙ দোকানের ছড়িয়ে পড়ে।

এসময় স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে যোগ দেয়। আগুনের ব্যাপকতার কারণে পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। খবর পেয়ে কালিয়াকৈর, সাভারের ইপিজেড ও আশেপাশের এলাকার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে তাদের সম্মিলিত প্রচেষ্টায় দেড় ঘণ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন  লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।
কেআই// 
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি