ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

অস্বাস্থ্যকরভাবে তৈরি শরবত, শশাসহ বিভিন্ন ফল বিক্রি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৫, ২০ মে ২০১৭ | আপডেট: ১২:৫৪, ২০ মে ২০১৭

বাতাসে জলীয়বাষ্প বেড়ে যাওয়ায় প্রচন্ড গরমে অতিষ্ট রাজধানীবাসী। জীবিকার তাগিদে বাইরে বের হয়ে ওষ্ঠাগত হচ্ছে প্রাণ। সেই সুযোগ কাজে লাগিয়ে অনেকেই খোলা পরিবেশে অস্বাস্থ্যকরভাবে তৈরি শরবত, শশাসহ বিভিন্ন ফল বিক্রিভাবে তৈরি শরবত, শশাসহ বিভিন্ন ফল বিক্রি করছেন। আর অস্বাস্থ্যকর জেনেও গরমে তৃষ্ণা মেটাতে তা কিনে খাচ্ছে মানুষ। এ’ধরণের খাদ্য থেকে পানিবাহিত বিভিন্ন রোগ ছড়িয়ে পড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
গ্রীষ্মের খরতাপে পুড়ছে রাজধানী। প্রচন্ড গরমে অতিষ্ট জনজীবন।
তাপমাত্রা স্বাভাবিক থাকলেও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া গরম বেশি অনুভূত হচ্ছে বলে জানালেন আবহাওয়াবিদ।
গরমে ক্লান্ত, তৃষ্ণার্ত মানুষের তেষ্টা মেটাতে এক গ্লাস ঠান্ডা পানি বা শরবতের বিকল্প নেই। তাই রাজধানীর বিভিন্ন স্থানে বিক্রি হয় শরবত। পাশাপাশি কেটে বিক্রি করা হয় তরমুজ, শশা, আনারস ও পেঁপে। যার পুরো প্রক্রিয়াই অস্বাস্থ্যকর।
শুধু শ্রমজীবীই নন, প্রায় সব শ্রেণীর মানুষই পান করছেন এ’সব পানীয়। অস্বাস্থ্যকর এ’সব খাবার ও পানীয় স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেনেও প্রয়োজন মেটাতেই খাওয়ার কথা জানালেন তারা।
অস্বাস্থ্যকর পানি বা শরবত সাময়িকভাবে তৃষ্ণা মেটালেও তা শরীরের জন্য ভয়ংকর বিপদ ডেকে আনতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এ’সব খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি।



Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি