ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নোয়াখালীতে পোল্ট্রি খামারি-ব্যবসায়ীদের মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৭, ১ ডিসেম্বর ২০২০

নোয়াখালীতে মুরগির বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম বৃদ্ধির প্রতিবাদে এবং দাম কমানোর দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে পোল্ট্রি খামাররি-ব্যবসায়ীরা। মঙ্গলবার (১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে নোয়াখালী প্রেসক্লাবের সামনে প্রায় আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার পোল্ট্রি ব্যবসায়ী ও ছোট খামারিরা অংশগ্রহণ করেন।

এ সময় তারা বলেন, ‘সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে পোল্ট্রি মুরগির বাচ্চার দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে খাদ্য ও ওষুধের দামও বৃদ্ধি করে অসাধু ব্যবসায়ীরা। ফলে ছোট খামারিরা বিপাকে পড়েছে। অনেকে লোকসান দিতে দিতে অনেকটা নিঃস্ব হয়ে গেছে।’

এমতাবস্থায় পোল্ট্রি শিল্পকে বাঁচিয়ে সাধারণ মানুষের মাংসের চাহিদা মেটাতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পরে মানববন্ধনকারীরা একটি মিছিল নিয়ে জেলা প্রশাসক বরাবর একই দাবিতে স্মারকলিপি পেশ করেন। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি