ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রতিবন্ধী তরুণী অন্তঃসত্ত্বা, যুবক কারাগারে

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৪৭, ১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজশাহীতে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে ধর্ষণের শিকার এক বুদ্ধি-প্রতিবন্ধী তরুণী। সোমবার (৩০ নভেম্বর) এই অভিযোগে পবা থানায় মামলার পর আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রাতে গোদাগাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, মাস ছয়েক আগে রাজশাহীর পবা উপজেলার বাকসারা গ্রামের জিল্লুর রহমানের ছেলে নুরুজ্জামান (৪০) প্রতিবেশী বুদ্ধিপ্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। বর্তমানে ওই তরুণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় বিষয়টি টের পায় তার পরিবারের সদস্যরা। পরে ওই তরুণীকে জিজ্ঞাসা করলে ঘটনা জানায় সে। সোমবার রাতে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে নুরুজ্জামানকে আসামি করে পবা থানায় একটি মামলা দায়ের করেন।

এ ঘটনার উপযুক্ত বিচার দাবি করেছেন ভুক্তভোগীর পরিবার ও গ্রামবাসী। ধর্ষণের শিকার ওই তরুণীর বাবার দাবি, ‘তার প্রতিবন্ধী মেয়ের সঙ্গে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে, তার ন্যায় বিচার চান।’

পবা থানার ওসি গোলাম মোস্তফা বলেন, ‘মামলা হওয়ার সঙ্গে সঙ্গে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। মঙ্গলবার দুপুরে ধর্ষণ মামলায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর ভিকটিমের ডাক্তারি পরীক্ষার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।’

এআই//এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি