ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রেজিষ্ট্রেশন না থাকায় নোয়াখালীতে হাসপাতাল সিলগালা

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৩০, ১ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নোয়াখালীর জেলা শহর মাইজদীর হাসপাতাল রোড এলাকায় ইসলামী হাসপাতালকে রেজিস্ট্রেশন না থাকা ও বিভিন্ন অনিয়মের অভিযোগে বন্ধের নির্দেশ প্রদান করার পরও কার্যক্রম চালিয়ে যাওয়ায় জেলা সিভিল সার্জনের নির্দেশে সিলগালা করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে সিভিল সার্জন অফিসের মেডিক্যাল অফিসার ডা. সৌরভ এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল হাসপাতালের প্রধান ফটকে তালা লাগিয়ে সিলগালা করে দেন।

এর আগে গতকাল ইসলামী হাসপাতালে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ ঔষুধ, হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন, ড্রাগ লাইসেন্স না থাকা, ১০ শয্যা হাসপাতালের জন্য জনবল না থাকা ও অব্যবস্থাপনাসহ বিভিন্ন অনিয়ম পাওয়া যায়। পরে ভ্রাম্যমান আদালতে মালিকপক্ষের একরামুল মোমেনিন ও শাব্বির আহমেদ নামে দু'জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়।

মেডিক্যাল অফিসার ডা. সৌরভ জানান, হাসপাতালটির লাইসেন্স না থাকায় হাসপাতালটিকে বন্ধ ঘোষণার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। কিন্তু হাসপাতালটি তাদের কার্যক্রম বন্ধ না করায় জেলা সিভিল সার্জনের নির্দেশে আজ সিলগালা করা হয়েছে।
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি