ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারীদের শাস্তির দাবিতে সভা

নোয়াখালী প্রতিনিধি  

প্রকাশিত : ২০:০৩, ১ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা করায় ধর্ম ব্যবসায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে নোয়াখালী মুক্তযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার বিকেলে নোয়াখালী জেলা শহীদ মিনার প্রাঙ্গণে জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

এসময় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ মঞ্চের সহ-সভাপতি  জুয়েল রানা, নোয়াখালী জেলা মুক্তিযুদ্ধের মঞ্চের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক মামুনসহ অনেকে।

বক্তরা বলেন, পাকিস্তানের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য জামাত-শিবির ও হেফাজত ইসলাম বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনের বিরোধিতা কারছে। তাদের কঠোর শাস্তির দাবী জানান বক্তরা।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি