ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

টেকনাফে তিন লাখ ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিক আটক

কক্সবাজার প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:৩৫, ২ ডিসেম্বর ২০২০

কক্সবাজারের টেকনাফে ২ লাখ ৮০ হাজার ইয়াবাসহ মিয়ানমারের ৭ নাগরিককে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ইয়াবা পাচার কাজে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়। আজ বুধবার ভোরে টেকনাফের নাফ নদীস্থ কাটাবুনিয়া এলাকায় থেকে তাদের আটক করা হয়। 

টেকনাফস্থ কোস্টগার্ড ষ্টেশনের ইনচার্জ লে. কমান্ডার আমিরুল সাংবাদিকদের জানান, ‘কোস্টগার্ড নিয়মিত টহলের সময় কাটাবুনিয়া এলাকায় নাইট ভিশন যন্ত্রের মাধ্যমে একটি ট্রলার দেখতে পায়। এ সময় সন্দেহ হলে কোস্টগার্ডের টহল দলটি সামনে এগিয়ে ট্রলারটি থামাতে বলে। কিন্তু ট্রলারটি না থামিয়ে কোস্টগার্ডের উপর গুলতি নিক্ষেপ করতে থাকে। পরে কোস্টগার্ড গতিপথ পরিবর্তন করে ট্রলারটি ধরতে সক্ষম হয়। এরপর ট্রলারটি তল্লালি চালিয়ে ২টি জেরিক্যান পায়। জেরিক্যান দুটি কেটে মোট ২৮টি প্যাকেটে ২ লাখ ৮০ হাজার ইয়াবা পাওয়া যায়।’ 

তিনি জানান, ‘এ সময় ইয়াবা পাচার কাজে নিয়োজিত মিয়ানমারের ৭ নাগরিককে আটক করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা নিয়মিত এভাবে মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে পাচার করে। পরে ট্রলারটি জব্দ করা হয়।’

লে. কমান্ডার আমিরুল আরও বলেন, ‘আটক মিয়ানমারের ৭ নাগরিককে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের পর সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে টেকনাফ থানায় সোপর্দ করা হবে।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি