ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৫ বছর পর পৌর নির্বাচনের ফলাফল বাতিল 

ঠাকুরগাঁও প্রতিনিধি  

প্রকাশিত : ১৬:৫২, ২ ডিসেম্বর ২০২০

২০১৫ সালের ৩০ ডিসেম্বর আনুষ্ঠিত ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচিত এক প্রার্থীর ফলাফল বাতিলের আদেশ দিয়েছেন ঠাকুরগাঁও জেলা ও দায়রা জজ ও নির্বাচনী আপীল ট্রাইব্যুনালের বিচারক মো. মামুনুর রশীদ। বুধবার তিনি এ রায় ঘোষণা করেন।
       
মামলার বিবরনে বলা হয়, গত ২০১৫ সালের ৩০ ডিসেম্বর ঠাকুরগাঁও পৌর নির্বাচনে উট পাখি মার্কা নিয়ে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রকৌশলী সফিউল এনাম পারভেজ ৭২ ভোটে হেরে যান । 
     
পরে তিনি কেন্দ্র দখল, ভোট জলিয়াতি ও গণনায় দুর্নীতির অভিযোগ এনে নির্বাচনী যুগ্ন জেলা জজ ১ম আদালত ও নির্বাচনী ট্রাইব্যুনাল এ ফলাফল বাতিল চেয়ে গত ২০১৬ সালের ২৩ ফেব্র“য়ারি বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। 

এরই প্রেক্ষিতে নির্বাচনী ব্যালট পর্যবেক্ষণ শেষে এবং দো-তরফা শুনানী অন্তে বিজ্ঞ উচ্চ আদালত প্রতিপক্ষ পাঞ্জাবী মার্কার নুরুল ইসলাম নুরুর বিপক্ষে ও সফিউল এনাম পারভেজের পক্ষে এ রায় প্রদান করেন। 

এ রায় পেয়ে সন্তুষ্ট প্রকাশ করেন মামলার বাদী প্রকৌশলী শফিউল এনাম পারভেজ ও তাঁর আইনজীবী তোজাম্মেল হক মুঞ্জু।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি