ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

হিলিতে পাথরবাহী ট্রাকসহ আটক ১ 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২৬, ২ ডিসেম্বর ২০২০

দিনাজপুরের হিলিতে পাথরবাহী ট্রাক নিয়ে পালানোর সময় ট্রাকসহ সুজন হোসেন (৩২) নামের একজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার দিবাগত রাত ১১টায় হিলির ছাতনি চারমাথামোড় এলাকা থেকে ট্রাকসহ তাকে আটক করে পুলিশ। আটক সুজন হোসেন পাবনার ঈশ্বরদী থানার আটঘরিয়া গ্রামের লোকমান হোসেনের ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, হিলি স্থলবন্দর সংলগ্ন পৌরসভার সামনে বিলকিছ ট্রাক পার্কিংয়ে থাকা ঢাকামেট্রো-ট-২২-৩৬৭৮ নামক একটি পাথর বোঝাই ট্রাক চুরি করে নিয়ে পালিয়ে যায় সুজন হোসেন। পাথরবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় হিলির ছাতনি চারমাথা মোড় এলাকায় স্থানীয় এলাকাবাসী ট্রাকসহ সুজন হোসেনকে আটক করে থানায় খবর দেয়। 

পরে খবর পেয়ে সেখান থেকে পাথরবাহী ট্রাকটি উদ্ধার করে ও সুজন হোসেনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে তার বিরুদ্ধে চুরি সংক্রান্তে নিয়মিত মামলা দায়ের পুর্বক আজ বুধবার তাকে দিনাজপুর আদালতে প্রেরন করা হয়।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি