ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

হিলিতে মাস্ক না পরায় ৭জনকে জরিমানা 

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪১, ২ ডিসেম্বর ২০২০

দিনাজপুরের হিলিতে স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় পথচারীসহ ৭জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। 

বুধবার বিকেলে হিলির রায়ভাগ রেলগেট ও ডাঙ্গাপাড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম তাদেরকে এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম বলেন, শীতকালে করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ রোধে সাধারন মানুষকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করতে ও স্বাস্থ্যবিধি মানাতে অভিযান পরিচালনা করা হচ্ছে। 

এসময় স্বাস্থ্যবিধি না মানায় ও মাস্ক না পড়ায় পথচারীসহ ৭জনকে ১ হাজার ২শ টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রামন প্রতিরোধে এমন ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি