ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ 

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ২ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণ নিয়ে উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) দুপুরে বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে বাগেরহাট প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন, বাগেরহাট জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী এ্যাড সীতা রানী দেবনাথ, সাধারণ সম্পাদক এ্যাড.শরিফা খানম, যুগ্ম সাধারণ সম্পাদক তালুকদার রীনা সুলতানা প্রমুখ।

বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির অস্তিত্ব। বাঙ্গালী জাতির ইতিহাস, ঐতিহ্যের সঙ্গে মিশে আছেন তিনি। বঙ্গবন্ধুকে বাদ দিয়ে বাংলাদেশের কথা চিন্তা করা যায় না। অথচ বাবু নগরী ও মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে যে কথা বলেছে তা বাঙ্গালী জাতি কখনও মেনে নিবে না। বাবু নগরী ও মামুনুল হককে অবিলম্বে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে দেয়া উস্কানিমুলক বক্তব্য প্রত্যাহারের আহবান জানান বক্তারা।
কেআই//


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি