ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কোস্টগার্ডের হাতে ১৭ ভারতীয় জেলে আটক

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ২১:০৩, ২ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২১:০৬, ২ ডিসেম্বর ২০২০

অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের অপরাধে ১৭ ভারতীয় জেলেকে আটক করা হয়েছে। বুধবার (২ ডিসেম্বর) ভোরে বঙ্গোপসাগর এলাকা থেকে তাদের আটক করে কোস্টগার্ড মোংলা সদর দপ্তর (পশ্চিম জোন)। কোস্টগার্ডের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট শাহারিয়ার আলম এ তথ্য জানান। 

এসময় জেলেদের ব্যবহৃত ‘এফ বি মা শিবানি’ নামে একটি ট্রলারও জব্দ করা হয়। ট্রলার থেকে উদ্ধার করা হয়েছে এক হাজার কেজি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ। আটক ভারতীয় জেলেদের বাড়ী ভারতের চব্বিশ পরগনা জেলায়। তবে তাদের নাম জানা যায়নি। 

সমুদ্র পথ থেকে তাদের নিয়ে কোস্টগার্ড মোংলায় পৌঁছায় সন্ধ্যা ৬টায়। এরপর আইনী প্রক্রিয়া শেষে আটকদের থানায় সোপর্দ করে কোস্টগার্ড।
কেআই// 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি