ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফতুল্লায় ঝুটের আগুনে একই পরিবারে দগ্ধ ৩

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:১৬, ৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ১৫:২৪, ৩ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের মা, মেয়ে ও বাবা দগ্ধ হয়েছে। আজ বৃহস্পতিবার ভোররাতে গাবতলি নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, মুদি দোকানি ফয়জুল করিম  (৩৮) তার স্ত্রী পোশাক শ্রমিক জামেলা খাতুন (৩২)ও মেয়ে মিতু আক্তার (১৫)।

আহতদের স্বজনেরা জানায়,  রাতে ঝুট কাপড় দিয়ে ধুপ জ্বালিয়ে ঘুমিয়ে পরেন দগ্ধরা। পরে ফ্যানের বাতাসে ঘরে আগুন জ্বলে উঠে। পরে তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে দরজা ভেঙ্গে তাদের উদ্বার করে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসলাম হোসেন  জানান, ‘িভোর রাতে অগ্নিকাণ্ডে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদেরকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।’
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি