ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

সাভার প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৫, ৩ ডিসেম্বর ২০২০ | আপডেট: ২০:১৬, ৩ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

সাভারের জামসিং এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ। এলাকাবাসী সূত্র জানায়, দুপুরে সাভারের জামসিং এলাকায় ফজলুল হকের ছেলে মিলন মিয়া (২৩) একটি খেতে লাউয়ের চারা রোপন করতে যায়। 

এসময় ওই যুবকের প্রতিবেশী মহি উদ্দিনের ছেলে ইমন মিয়াও খেতে লাউয়ের চারা রোপন করতে যায়। পরে তাদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে  মিলন মিয়া নামের ওই যুবককে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে।  

পরে খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে এঘটনার পর থেকে ইমন মিয়া নামের ওই যুবক নিজের বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে।

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ওসি তদন্ত সাইফুল ইসলাম বলেন, জামসিং এলাকায় ওই যুবককে কে বা কারা খুন করেছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি