মোংলায় উপমন্ত্রীর মাস্ক বিতরণ
প্রকাশিত : ২০:৩৪, ৩ ডিসেম্বর ২০২০
মাস্ক বিতরণ করছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এমপি।
প্রাণঘাতী করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপে মোংলায় গণসচেতনতামূলক র্যালী ও মাস্ক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত হেঁটে হেঁটে এই মাস্ক বিতরণ করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী ও স্থানীয় সাংসদ বেগম হাবিবুন নাহার।
কিছুদিন আগেই করোনার ধকল কাটিয়ে আজ নিজেই জনসচেতনতা সৃষ্টিতে নেমে পড়েছেন উপমন্ত্রী। এসময় শহরের প্রায় পাঁচ শতাধিক পথচারী ও ব্যবসায়ীকে নিজ হাতে মাস্ক পরিয়ে দেন মন্ত্রী।
বেগম হাবিবুন নাহার এসময় জনতার উদ্দেশে বলেন- সরকারের ঘোষণা অনুযায়ী করোনার দ্বিতীয় ধাপে মহামারীর হাত থেকে বাঁচতে আমাদের কঠোরভাবে সচেতন হতে হবে।
এছাড়া সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচল, পরিস্কার পরিচ্ছন্নতা অবলম্বন ও ভিটামিন-সি যুক্ত খাবার এবং রোগ প্রতিরোধমূলক খাবার বেশি করে খাওয়ার আহ্বান জানান উপমন্ত্রী।
এসময় তার সঙ্গে ছিলেন- মোংলার ইউএনও কমলেশ মজুমদার, সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশি, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মোংলা সার্কেল) আসিফ ইকবাল, মোংলা থানার অফিসার ইনচার্জ মোঃ ইকবাল বাহার চৌধুরীসহ অন্যান্য পুলিশ কর্মকর্তা।
গণসচেতনতামূলক এই উদ্যোগের আয়োজন করে মোংলা থানা পুলিশ। পুলিশের এই আয়োজনের মূল প্রতিবাদ্য ছিল ‘নো মাস্ক নো মুভমেন্ট’।
এনএস/
আরও পড়ুন