ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বোমায় নিহত ওহিদুর রহমানের ৭ম মৃত্যুবাষিকী কাল

  নোয়াখালী প্রতিনিধি: 

প্রকাশিত : ২২:০১, ৩ ডিসেম্বর ২০২০

নিখোঁজ বাবাকে খুঁজতে গিয়ে ঢাকার শাহবাগে বাসে সন্ত্রাসীদের পেট্রোল বোমার আঘাতে নিহত ছাত্রলীগ কর্মী ওহিদুর রহমান বাবুর ৭ম মৃত্যুবাষিকী  আগামীকাল (৪ ডিসেম্বর)। বাবু ২০১৩ সালে ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন। জেলার বেগমগঞ্জের আমান উল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামের হাজী ওয়াজিউল্লাহর ছোট সন্তান ছিলেন তিনি।
 
নিখোঁজ বাবা হাজী ওয়াজিউল্লাহ (৮০)কে খুঁজতে গিয়ে ২০১৩ সালের ২৮ নভেম্বর যাত্রীবাহী বাসে সন্ত্রাসীদের নিক্ষিপ্ত পেট্রোল বোমায় পুঁড়ে দগ্ধ হয়ে ৭ দিন পর ৪ ডিসেম্বর ২০১৩ তারিখে ঢাকা মেডিকেলে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেন বাবু। সেই বিভিষিকায় বাবু সহ ১৯জন অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞানের অনার্স প্রথম বর্ষের ছাত্র ও ঢাকা কলেজ ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন ওহিদুর রহমান বাবু। 

নিহত ছাত্রলীগ নেতার বড় ভাই মজিবুর রহমান র”বেল বলেন, আমার বাবা হাজী ওয়াজিউল্লাহ গণপূর্ত অধিদপ্তরের একজন জরিপকারক ছিলেন। ঢাকা সুপার মার্কেটের মালিকানা নিয়া দ্বন্দ্ব থাকায় প্রতিপক্ষরা তাকে ২০১১ সালের ১৪ জুলাই অপহরণ করে নিয়ে যায়। নিখোঁজ বাবাকে খুঁজতে গিয়ে আমার ছোট ভাই ওহিদুর রহমান বাবু পেট্রোল বোমায় নিহত হন। অন্যদিকে বাবাকে আজও খুজে পাইনি। 

স্বজনরা জানান, মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে আবেদন করার পর দীর্ঘ ৭ বছরেও কোনো ধরণের আর্থিক সাহায্য সহযোগিতা পাননি। তার বৃদ্ধ মা ও অসহায় পরিবারটি মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি