ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সুদের টাকা না পেয়ে ট্রাক চালককে পিটিয়ে হত্যা

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ২৩:৫৬, ৩ ডিসেম্বর ২০২০

নিহত বিল্লাল বিশ্বাস

নিহত বিল্লাল বিশ্বাস

নড়াইলের লোহাগড়ায় সুদে ধার দেয়া টাকা না পেয়ে ট্রাক চালক বিল্লাল বিশ্বাসকে (৫৫) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার দিঘলিয়া উত্তরপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বিল্লাল দিঘলিয়া গ্রামের ইশারত বিশ্বাসের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সুদ দেয়ার শর্তে দিঘলিয়া গ্রামের বিল্লাল বিশ্বাস প্রতিবেশি বাবু খাঁর কাছ থেকে ৬০ হাজার এবং কালু খাঁর কাছ থেকে তিন লাখ টাকা টাকা ধার নেন। বৃহস্পতিবার সকালে এই পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে বাবু ও কালুসহ তাদের লোকজন বিল্লালকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ।

লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান জানান, বিল্লাল বিশ্বাসের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় কালু খাঁকে (৫৩) আটক করেছে পুলিশ। 

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি