ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নাটোরে ট্রাক চাপায় বৃ্দ্ধ নিহত

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৮, ৪ ডিসেম্বর ২০২০

নাটোরে ট্রাক চাপায় আলাল ফকির (৬৫) নামে পথচারী এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে নাটোর-ঢাকা-পাবনা মহাসড়কের হয়বতপুর এলাকায় সড়ক পারাপারের সময় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত আলাউদ্দিন ওই এলাকার  মৃত মাসুম ফকিরের ছেলে।

ঝলমলিয়া হাইওয়ে পুলিশের ইন্সপেক্টর রেজওয়ানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,‘শুক্রবার ভোর সাড়ে ৬টার দিকে আলাল ফকির হয়বতপুর বাজার এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন। এ সময় অজ্ঞত এক ট্রাক তাকে চাপা দিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নেয়। সেখানে থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।’
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি