ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

পাঁচবিবিতে গৃহবধূ ধর্ষণের শিকার, যুবক গ্রেফতার 

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৬, ৪ ডিসেম্বর ২০২০

জয়পুরহাটের পাঁচবিবিতে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে রবিউল ইসলাম (৩৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার মাতখুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃত যুবক ওই গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।  পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ  মো. মনসুর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, গত ৩০ নভেম্বর দুপুরে ওই গৃহবধূকে বাড়িতে একা পেয়ে প্রতিবেশী রবিউল অস্ত্রের মুখে জিম্মি করে তার বাড়িতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বাড়ির পাশে ধানক্ষেতে মুমূর্ষু অবস্থায় ফেলে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে ওই গৃহবধূর স্বামী ও তার পরিবারের লোকজন ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে সেখান থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি