ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে ১২টি আশ্রয়কেন্দ্র হস্তান্তর করল যুক্তরাষ্ট্র 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ৪ ডিসেম্বর ২০২০

প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় জনগোষ্ঠীর সক্ষমতা ও সহনশীলতা বৃদ্ধি করতে ইউএসএআইডির মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ৯৬টি বিদ্যমান ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রকে পুননির্মাণ করছে, যাতে এগুলো একই সঙ্গে নিরাপদ আশ্রয় ও স্কুল হিসেবে ব্যবহার করা যায়। সেইসঙ্গে ২৫টি নতুন বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে যুক্তরাষ্ট্র সরকার।

৩ ডিসেম্বর, ২০২০ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রনজিৎ কুমার সেন এবং ইউএসএআইডি-এর বাংলাদেশ মিশন পরিচালক ডেরিক ব্রাউন এবং সেইসঙ্গে বাংলাদেশ সরকারের অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে নিয়ে কক্সবাজারের রামুতে একটি পুনর্নির্মাণকৃত বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র (এমপিসিএস) উদ্বোধন করেন। 

এটি ছাড়াও ইউএসএআইডি আরো ১১টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র মেরামত করেছে। উত্তর মিঠাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত এ আশ্রয়কেন্দ্রটিতে ঘূর্ণিঝড়ের সময় ১,৫০০ জনের বেশি লোক আশ্রয় নিতে পারবে। সেইসঙ্গে ৪০০ পর্যন্ত শিক্ষার্থীর শ্রেণিকক্ষের সংকুলান হবে এখানে। বাংলাদেশের সবচেয়ে দুর্যোগকবলিত এলাকাগুলোর একটি কক্সবাজারে ইউএসএআইডির প্রোমোটিং রেজিলিয়েন্স টু রিস্কস অফ নেচারাল হ্যাজার্ডস (ইউএসএআইডি/প্রেরণা) কর্মসূচির অধীনে পরিকল্পিত মোট ৯৬টি বহুমুখী আশ্রয়কেন্দ্রের মধ্যে যে ৫০টি ইতিমধ্যে পুনর্নির্মাণ করা হয়েছে, এই বহুমুখী ঘূর্ণিঝড় কেন্দ্রটি সেটির অন্যতম। কেয়ার, সেভ দ্য চিলড্রেন এবং স্থানীয় অংশীদার গ্রাউস-এর সঙ্গে এক যৌথ প্রকল্পের মাধ্যমে কক্সবাজার ও বান্দরবানে আরও ২৫টি নতুন বহুমুখী দুর্যোগ আশ্রয়কেন্দ্র (এমপিডিএস) নির্মাণে সহযোগিতা দিচ্ছে ইউএসএআইডি। 

“শিশুর জন্য নিরাপদ স্কুল, সকলের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র” এ মূলমন্ত্রের ওপর ভিত্তি করে ইউএসএআইডির “প্রেরণা” কর্মকাণ্ড ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীগুলোকে এমন দুর্যোগ-সহনীয় আশ্রয়কেন্দ্র দিচ্ছে, যেগুলো দ্বৈত-উদ্দেশ্য সিদ্ধ করে – ঘূর্ণিঝড়ের সময় নিরাপদ আশ্রয় এবং দুর্যোগবিহীন সময়ে স্কুল হিসেবে। রামু, মহেশখালী, চকরিয়া এবং কক্সবাজার সদরে এখন পর্যন্ত যে ৫০টি আশ্রয়কেন্দ্র পুনর্নির্মাণ করা হয়েছে, ইউএসএআইডি সেগুলোয় পৃথক ওয়াশরুম ব্যবস্থা, নিরাপদ পানির ব্যবস্থা, র‌্যাম্প সুবিধা, জরুরি নির্গমণ, বিকল্প বিদ্যুৎ উৎস, উন্নত প্রবেশসড়ক, শিক্ষা পরিসর এবং শিক্ষা উপকরণের ব্যবস্থা করেছে। প্রশিক্ষিত কমিউনিটি স্বেচ্ছাসেবকেরা যাতে দ্রুততম সময়ে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা চালাতে পারে সে জন্যে ইউএসএআইডি সকল আশ্রয়কেন্দ্রগুলিকে জরুরি সাড়াপ্রদান উপকরণে সজ্জিত করেছে। 

ইউএসএআইডির মিশন পরিচালক ব্রাজউন তার বক্তব্যে বলেন, “আজকের এইটিসহ ১২টি পুনর্নির্মিত আশ্রয়কেন্দ্র হস্তান্তর করতে পেরে আমরা খুশি। এই পুনর্নিমিত আশ্রয়কেন্দ্রগুলো চমৎকার, যেখানে আধুনিক সৌর বিদ্যুৎ, বৃষ্টির পানি সংরক্ষণ এবং পানি সরবরাহ ব্যবস্থা আছে, সেইসঙ্গে ছেলে এবং মেয়েদের জন্যে আছে পৃথক ওয়াশরুম। তবে যেটা আমাকে আরও বেশি গর্বিত করে, তা হলো এটি প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় স্থানীয় লোকজনকে আরো সক্ষম করে তুলবে। ঘূর্ণিঝড়ের সময় আশ্রয় হিসেবে কাজ করার পাশাপাশি এই স্থাপনাগুলো স্কুল হিসেবে কাজ করবে – শিশুবান্ধব শিক্ষা পরিসর দেবে, যাতে করে আশপাশের জনগোষ্ঠীর শিশুরা জীবন-বদলে দেওয়া শিক্ষায় অভিগম্যতা লাভ করে।“

স্থানীয় অংশিজনদের সম্পৃক্ততায় বাংলাদেশ সরকার এবং ইউএসএআইডি উভয় কর্মকর্তারাই সন্তোষ প্রকাশ করেন এবং তাদের প্রশংসা করেন। 

যুক্তরাষ্ট্র সরকার পরিচালিত উন্নয়ন সংস্থা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি) বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি হ্রাসে অনেক অংশীদারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে। ইউএসএআইডির বাংলাদেশ মিশন দেশজুড়ে এমপিসিএস এবং বন্যার ক্ষয়ক্ষতি হ্রাসে সুরক্ষা প্রাচীর ও মাটির বাঁধ নির্মাণ ও রক্ষণাবেক্ষণে অর্থায়ন করে। ২০০১ সাল থেকে ইউএসএআইডি বাংলাদেশ সরকারের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে পাঁচ শতাধিক ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করেছে, যা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নয় লক্ষাধিক লোককে সুরক্ষা দিতে পারে। এই ঘূর্ণিঝড়কেন্দ্রগুলো বন্যা, ঘূর্ণিঝড় ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের সময়ও নিরাপদ আশ্রয় হিসেবে কাজ করে। 

যুক্তরাষ্ট্রের সরকার ইউএসএআইডির মাধ্যমে স্বাধীনতার পর থেকে বাংলাদেশে ৮ বিলিয়ন ডলারের বেশি উন্নয়ন সহায়তা দিয়েছে। খাদ্য নিরাপত্তা ও অর্থনৈতিক সুযোগ বৃদ্ধি, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়ন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও চর্চ্চাকে উৎসাহিত করা, পরিবেশ সুরক্ষা এবং জলবায়ু পরিবর্তনের প্রতি সহনশীলতা বৃদ্ধি সংক্রান্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে বাংলাদেশের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ২০১৯ সালে ইউএসএআইডি একাই ২০০ মিলিয়ন ডলারের বেশি অর্থায়ন করেছে। এবং কোভিড-১৯ সংক্রমণের পর থেকে স্থানীয় সাড়াপ্রদান প্রচেষ্টসমুহকে সহায়তা দিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংস্থার মাধ্যমে যুক্তরাষ্ট্র সরকার ৬৮.৭ মিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি