ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

উল্লাপাড়ায় ছাত্র বলাৎকারের চেষ্টায় মাদ্রাসা শিক্ষক আটক 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ২০:০২, ৪ ডিসেম্বর ২০২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুর্নিমাগাতী পুকুরপাড় হাফিজিয়া ছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ উঠেছে মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। শুক্রবার বিকেল স্থানীয়রা লম্পট শিক্ষক বেলাল হোসেনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। 

ভুক্তভোগী ছাত্রটির পরিবার জানায়, কয়দিন ধরে মাদ্রাসার শিক্ষক বেলাল হোসেন নানাভাবে ফুসলিয়ে কু-প্রস্তাব দিয়ে আসছিল। এক পর্যায়ে বৃহস্পতিবার রাতে শিক্ষক বেলাল হোসেন মাদ্রাসায় ছাত্রটিকে জোরপূর্বক বলাৎকারের চেষ্টা করে। ওই শিশু ছাত্র বিষয়টি তার পরিবারকে জানালে শুক্রবার বিকেলে ওই মাদ্রাসা শিক্ষককে এলাকাবাসী গণধোলাই দেয়। 

পরে থানায় খবর দিলে উল্লাপাড়া মডেল থানার এসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা গিয়ে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে। এরপর ছাত্রটিকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি