ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডেকে নিয়ে কিশোরের পুরুষাঙ্গ কেটে দিল বন্ধুরা

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৩৬, ৫ ডিসেম্বর ২০২০ | আপডেট: ০৯:৩৮, ৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচ থেকে পুরুষাঙ্গ কাটা অবস্থায় মো. ইমরান হোসেন (১৫) নামে এক কিশোরকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৪ ডিসেম্বর) রাত ১১টার দিকে সোনারগাঁ থানা পুলিশ ওই কিশোরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে পাঠিয়েছে। 

আহত ইমরান উপজেলার হামছাদি গ্রামের আনোয়ার উদ্দিন মিয়ার ছেলে ও মাদ্রাসা ছাত্র। 

সোনারগাঁ থানা উপ পরিদর্শক (এসআই ) মো. আরিফ জানান, ‘মোগরাপাড়া চৌরাস্তা ফুটওভার ব্রিজের নিচে ইমরানের পুরুষাঙ্গ কাটা মারাত্মক জখম অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

তিনি জানান, ‘শুক্রবার সন্ধ্যায় বালুয়া পাড়া এলাকায় একটি ওয়াজ মাহফিলে গিয়েছিল ওই কিশোর। পরে সেখান থেকে তার কয়েকজন বন্ধু পানাম নগরীতে ঘুরাতে নিয়ে যায়। পরে তার বন্ধুদের মধ্যে কেউ একজন তার চোখ কাপড় দিয়ে বেঁধে ফেলে। পরে তাকে অচেতন করে তার পুরুষাঙ্গ কেটে ফেলে রেখে পালিয়ে যায় তারা। রাত সাড়ে দশটার দিকে ওই কিশোরেরর জ্ঞান ফিরলে সে পানাম নগর থেকে একটি সিএনজি নিয়ে মোগরাপাড়া চৌরাস্তা ব্রিজের নিচে এসে অচেতন হয়ে পরে। ওই সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দেয়।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি