ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে অস্ত্র ও গুলিসহ  শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১২:৩৮, ৫ ডিসেম্বর ২০২০

জয়পুরহাটে  বিদেশি পিস্তল, গুলি ম্যাগাজিনসহ শীর্ষ সন্ত্রাসী সেবা কুমার দাস ও তার সহযোগীকে গ্রেফতার  করেছে র‌্যাব-৫। আজ শনিবার  ভোররাতে শহরের শান্তিনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

এ সময় ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি, ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, জয়পুরহাট পৌর শহরের সাহেবপাড়া মহল্লার স্বপন কুমার দাসের ছেলে সেবা কুমার দাস (৩৫) ও তার সহযোগী বুলুপাড়া মহল্লার বেলাল হোসেনের ছেলে রাব্বী হাসান (২৪)। 

জয়পুরহাট র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ জানান, ‘গ্রেফতারকৃত  সেবা কুমার দাস সন্ত্রসী গ্রুপ কাঁদামাটির সক্রিয় সদস্য। সন্ত্রাসী কর্মকাণ্ডের উদ্দেশ্যে তার দলের অন্যান্য সন্ত্রাসীদের নিয়ে  শহরের শান্তিনগর এলাকায় অবস্থান করছে,  এমন গোপন সংবাদ পেয়ে অভিযান চালিয়ে পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ তাদের গ্রেফতার  করা হয়।’

এছাড়াও ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি জব্দ করা হয়েছে। সেবা কুমার দাসের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, ছিনতাই অস্ত্রসহ ১০টি মামলা রয়েছে বলে জানান তিনি। 
এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি