ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

জমি নিয়ে বিরোধে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:৫৭, ৫ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের লোহার বককাঁচির আঘাতে মারা গেছেন বড় ভাই। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে উপজেলার মোগড়া পাড়ার ইউনিয়নের ইলারদী গ্রামের এ ঘটনা ঘটে।

নিহত নুরুজ্জামান জামান (৪০) ইলারদী গ্রামের মহাবত মিস্ত্রির বড় ছেলে। আহত ছোট ভাই খোকন মিয়া (৩৫) হাসপাতালে ভর্তি রয়েছেন।  

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জেরে মারামারির ঘটনা ঘটে। এক পর্যায়ে বড় ভাই নুরুজ্জামানকে লোহার বককাঁচি দিয়ে আঘাত করে ছোট ভাই খোকন। পরে তাকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আহত ছোট ভাই খোকন হাসপাতালে ভর্তি রয়েছে।’

এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। 
এআই/এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি