ঢাকা, শনিবার   ২৫ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ০৯:৫৮, ৬ ডিসেম্বর ২০২০ | আপডেট: ০৯:৫৯, ৬ ডিসেম্বর ২০২০

বাগেরহাটে মোরেলগঞ্জে হাসিবুল শেখ (১০) নামের এক মাদরাসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার নব্বইরশি বাস স্ট্যান্ড সংলগ্ন আলহাজ্ব রহমতিয়া স্মৃতি শিশু সনদ হাফেজি ও কওমী মাদরাসার পাশের একটি পরিত্যক্ত জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

হাসিবুল ওই মাদরাসার নাজেরানা কোরআন বিভাগের শিক্ষার্থী এবং মোরেলগঞ্জ পৌরসভার বাসিন্দা সোবহান শেখের ছেলে। 

বিষয়টি জানার পর মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেনসহ স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয়রা জানান, শনিবার (৫ ডিসেম্বর) রাতে অন্যান্য শিক্ষার্থীদের সাথে খেলা করে ঘুমিয়েছিল হাসিবুলও। সকালে ফজরের নামাজ শেষে জিহাদী ও কাওছার নামের দুই শিক্ষার্থী হাসিবুলের মরদেহ দেখতে পেয়ে সবাইকে জানায়।

মোরেলগঞ্জ থানার ওসি তদন্ত ঠাকুর দাস বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরবর্তী প্রক্রিয়া সম্পন্ন করার জন্য আমরা হাসিবুলের মরদেহ উদ্ধার করেছি। প্রকৃত ঘটনা উদ্ঘাটনে পুলিশ কাজ শুরু করেছে।’

এআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি