ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর করে জুব্বা পরা দুই ব্যক্তি

কুষ্টিয়া প্রতিনিধি 

প্রকাশিত : ১২:০৩, ৬ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নির্মাণাধীন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরে অংশ নেন জুব্বা ও পাগড়ি পরা দুই ব্যক্তি। সেখানকার সিসিটিভির ফুটেজে এমনটাই দেখা গেছে। 

সিসি টিভির ফুটেজে দেখা যায়, শুক্রবার দিবাগত রাত ২টার পরপর দুই ব্যক্তি পিঠে ব্যাগ নিয়ে মই বেয়ে ওঠে ভাস্কর্য বেদির ওপর। এরপর ব্যাগ থেকে হাতুড়ি বের করে ভাস্কর্য ভাঙচুর করে। তাদের গায়ে জুব্বা ও মাথায় পাগড়ি ছিল। ভাঙচুর শেষে তারা নিরাপদে চলে যায়। ভাঙচুরের ঘটনায় পুলিশ শহরের বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ উদ্ধার করেছে। 

পুলিশ সূত্রের খবর, যে দুজন এ ভাঙচুরে অংশ নেন তাদেরকে ইতোমধ্যেই শনাক্ত করা গেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

এদিকে আজ রোববার বেলা ১১টায় জেলা বিশেষ আইনশৃঙ্খলা কমিটির সভা আহ্বান করা হয়েছে। সেখানে সংবাদ সম্মেলন থেকে সর্বশেষ অবস্থা জানানো হবে। 

সেই সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাহিদুর রহমানসহ অন্যরা উপস্থিত থাকবেন।  

এআই//


 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি