ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নলছিটিতে ছাত্রলীগের বিক্ষোভ 

নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:৫৮, ৬ ডিসেম্বর ২০২০

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে নলছিটিতে বিক্ষোভ মিছিল করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রোববার সকাল সাড়ে ১১টায় উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সরদার ও সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হানের নেতৃত্বে মিছিল বের করা হয়।

মিছিলটি পুরাতন পোষ্ট অফিস সড়কের সাথী রেস্টুরেন্টের মোড় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই স্থানে গিয়েই শেষ হয়। 

মিছিলে উপজেলা উপজেলা ছাত্রলীগ সভাপতি অনিক সরদার, সাধারণ সম্পাদক দিদারুল আলম রায়হান, পৌর ছাত্রলীগ সাধারণ সম্পাদক অন্তনু পালিত, যুবলীগ নেতা মো. শহীদ গাজী, আবুল কাশেম বাবলু, মো. লুৎফর রহমান শাহিনসহ ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অংশ নেন। 

মিছিলে কুষ্টিয়া শহরে নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের দ্রæত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। 
কেআই//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি