ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে ৯টি বসতঘর আগুনে পুড়ে ছাই

মিরসরাই প্রতিনিধি 

প্রকাশিত : ২০:৩২, ৬ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

মিরসরাইয়ে মায়ানী ইউনিয়নের পশ্চিম মায়ানী এলাকার ছদু হাজী বাড়ীতে অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (৬ ডিসেম্বর) সকাল ১০টায় রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহুর্তে আগুনের লেলিহান শিখায় একে একে ৯টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।

অগ্নিকান্ডে মো. নুর উদ্দিন, একরামুল হক মিয়া, আনোয়ার হোসেন, হেলাল উদ্দিন, শাহাদাৎ হোসেন, মাসুক উদ্দিন, সাইফুল ইসলাম, কালা মিয়ার ঘর পুরোপুরি ও আনোয়ারা বেগমের ঘর আংশিক পুড়ে যায়।
 
মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কবির আহমদ নিজামী বলেন, রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জেনেছি। আগুনে ৯টি বসত ঘর ও আসবাবপত্র পুড়ে ছাই গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপন করা যায়নি বলে জানান তিনি। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি