ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল

ঠাকুরগাঁও প্রতিনিধি   

প্রকাশিত : ২১:০৯, ৬ ডিসেম্বর ২০২০

কুষ্টিয়ায় মৌলবাদীদের হামলার বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রোববার ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“বঙ্গবন্ধুর ভাস্কর্য শুধু প্রতিকৃতিই নয়, বাংলাদেশের প্রতিচ্ছবি” এই স্লোগানকে সামনে রেখে জেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বিকেলে জেলা আওয়ামী লীগ কার্যালয় হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে সমাবেশ করে।  

জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেলের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের সহ-সভাপতি আব্দুস শহীদ বাবু, সাধারণ সম্পাদক দেবাশীষ দত্ত সমীর, জেলা শ্রমিক লীগের সভাপতি ফয়জুল, মৎসজীবিলীগের আহবায়ক রুবেল, জেলা ট্রাক ট্যাংকলড়ী ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি জয়নুদ্দিন, সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌর যুবলীগের আহবায়ক আমির হোসেন রুবেল প্রমুখ। 

বক্তারা কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে মৌলবাদীদের হামলার তীব্র প্রতিবাদসহ ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি