ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

পাবনা সদর আসনের সাংসদ প্রিন্স করোনায় আক্রান্ত 

পাবনা প্রতিনিধি 

প্রকাশিত : ২৩:০১, ৬ ডিসেম্বর ২০২০

পাবনা-৫ (সদর) আসনের সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স  করোনাভাইরাসের (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে।

রোববার বিকেলে পাওয়া করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে জানিয়েছেন সাংসদের ব্যক্তিগত সহকারী কামরুজ্জামান।

কামরুজ্জামান জানান, সম্প্রতি পাবনা থেকে ঢাকায় গিয়ে সাংসদ গোলাম ফারুক করোনা পরীক্ষার নমুনা দেন। রোববার বেলা তিনটার দিকে পরীক্ষার ফলাফল হাতে পেলে তিনি করোনা পজিটিভ বলে জানতে পারেন। তবে করোনার কারণে তাঁর শারীরিক কোনো সমস্যা নাই । তিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ঢাকায় আইসোলেশনে আছেন।

কামরুজ্জামান আরও বলেন, সাংসদ নিজ বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নেবেন বলে জানিয়েছেন। তিনি বিশ্রামে আছেন। দ্রুত করোনামুক্ত ও সুস্থ থাকার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
কেআই//
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি