ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কাশিমপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে স্ত্রী খুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৭, ৭ ডিসেম্বর ২০২০

গাজীপুরের কাশিমপুরে তালাকপ্রাপ্ত স্বামীর হাতে স্ত্রী খুন হওয়ার ঘটনা ঘটেছে। এতে ওই স্বামীও গুরুতর আহত হয়েছেন। তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
নিহত মহসিনা আক্তার রংপুরের পীরগাছা এলাকার মজিবুর রহমানের মেয়ে। তারা দুজনই কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় রুহুল আমিনের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করতেন।

পুলিশ জানায়, গাজীপুরের কাশিমপুরে স্থানীয় পোশাক কারখানার শ্রমিক মহসিনা আক্তার এক সপ্তাহ আগে পারিবারিক কলহের জেরে তার স্বামী শরিফুল আলমকে তালাক দেয়। এর জের ধরে আজ সকাল সাতটার দিকে শরিফুল আলম হঠাৎ বাসায় এসে ঝগড়া শুরু করে। দুজনের মধ্যে ঝগড়াঝাঁটির এক পর্যায়ে ধাড়ালো বটি দিয়ে কুপিয়ে স্ত্রীকে হত্যা করে স্বামী। এ ঘটনায় হাতাহাতিতে স্বামী শরিফুল আলমও আহত হন। পুলিশ আহত শরিফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জিএমপি কোনাবাড়ি জোনের সহকারী কমিশনার হোয়াই অঙ্কপ্রু মারমা জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি