ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশাল পুলিশ সুপার কার্যালয় উদ্ধোধন আইজিপি’র

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪০, ৭ ডিসেম্বর ২০২০

Ekushey Television Ltd.

বরিশাল জেলা পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন ও ঝালকাঠী পুলিশ অফিসার্স মেস উদ্ধোধন করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ডক্টর বেনজির আহমেদ।

আজ সোমবার (৭ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় বরিশাল পলিটেকনিক্যাল কলেজ রোডস্থ তিনতলা নবনির্মিত জেলা পুলিশ সুপার কার্যালয় উদ্ধোধন করেন বেনজির আহমেদ।

আইজিপিকে প্রথমে বিউগলের সুরে আগমনী স্যালুট প্রদান করা হয়। পরে আইজিপি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে ভবনের ফলক উন্মোচন করেন। এর পর বেনজীর আহমেদ পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। তবে তিনি গণমাধ্যমে কোন বক্তব্য দেননি।

এসময় বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বিভাগীয় কমিশনার ডক্টর অমিতাভ সরকার, বরিশাল পুলিশ রেঞ্জ ডিআইজি মোঃ শফিকুল ইসলাম, পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান, র‌্যাব-৮ অধিনায়ক আতিকা ইসলাম, বরিশাল জেলা পুলিশ মোঃ সাইফুল ইসলাম সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ ছাড়া আরও চারটি নির্ধারিত কর্মসূচিতে অংশ নেন আইজিপি। এর মধ্যে রয়েছে বরিশাল পুলিশ লাইন্স মাঠে পুলিশের কল্যাণ প্যারেড পরিদর্শন, পুলিশ কল্যাণ সভা, বিট পুলিশিং সভা ও পুলিশ লাইন্সের নবনির্মিত গেট উদ্বোধন।
এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি